Amar Asar Basa Bainda Dio Chader Jusna Diya - Monir khan Lyrics
| Singer | Monir khan |
| Singer | Konok Chapa |
| Music | Alam Khan |
| Song Writer | Munshi Owadud |
আমার আশার বাসা..
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া
আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া
আমার ভালাবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া।
প্রেমেরি পালঙ্কে দিও অন্তরো বিছাইয়া
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া
প্রেমেরি পালঙ্কে দিও অন্তরো বিছাইয়া
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া
আমি আনন্দ জোয়ারে ভাসবো
তোমায় বুকে নিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া
শুবাসি চন্দনে দেবো অধরো সাজাইয়া
আদর সোহাগ মাখবো আমি তোমায় কাছে পাইয়া।
শুবাসি চন্দনে দেবো অধরো সাজাইয়া
আদর সোহাগ মাখবো তোমায় আমি কাছে পাইয়া।
তুমি বাসনা সাগরে ডুবাও
জুরায় যেন হিয়া.
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া
আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া
আমার আসার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া
আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
তোমার আশার বাসা
বাইন্ধা দিবো চাঁন্দের জোসনা দিয়া।
0 Comments